পাতা:রাঘব-বিজয় কাব্য.djvu/২৩৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

સ્વર જી রাঘব-বিজয় কাব্য লোহম্রোতে লাগিল ভাসিতে, তিমিঙ্গিলসম সে সাগরে । অনিশ্চিত জয় কিংবা পরাজয় আজি উথলিছে রণসিন্ধু পুরবে পশ্চিমে। হেনকালে উত্তরের সিংহদ্বার হতে, (উজ্জল বৈদুৰ্যময় সে মহাতোরণ ) বহিরিল কঙ্কশীর্ষ লঙ্কেশ্বর-বল স্ববিখ্যাত –দেব-দৈত্যনর-জয়ী অব্যর্থ ত্রিলোকে । সু-ঈষৎ হাসি, দেখা দিল রক্ষেন্দ্র-অধরে। দ্রুতগতি দক্ষিণে প্রসারি, ভুবনবিজয়ী চমু চলিল রক্ষিতে সুপার্থে, দুর্দশগ্ৰস্ত । অঙ্গদ অমনি, অঙ্গ যার শিলাসম কঠিন-কর্কশ, নিজবল সহ ধাইলা মৈন্দের তরে পুৰ্ব্বপ্রান্তদেশে । বিভীষণ, ভীষণ আহবে, ঋক্ষসেনদল ল’য়ে, “জয়রাম” নাদে, ধাইলেন নিবারিতে কঙ্কণীর্ষ দলে । কোদণ্ডের গম্ভীর টঙ্কারে, ভাঙ্গিয়া পড়িল শত শৃঙ্গধরচুড়া, মড়মড়ি। মহাতঙ্কে নীরব জলধি । সৌর-বিভী-বিমণ্ডিত