বিষয়বস্তুতে চলুন

পাতা:রাঘব-বিজয় কাব্য.djvu/২৭৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

রাঘব-বিজয় কাবা হইবার যাহা । মন্দভাগ্য মন্দোদরী এবে, পায় পরিত্রাণ, নাথ, তব পদে সমপি এ দেহ, বাহিরায় প্রাণ যদি এখনো সময়ে । সুসময় তবু তার, ভাগাবতী লোকে । এই আশা অবশেষে পুরাও মহেশ তব অধীনীর আজি ।” অমনি কিহেতু সহসা তুলিলা শির: নিশাচরপতি কহিলা আক্ষেপি—“হায় রাণি, কি না তুমি জান মোর ? জানি আমি ত্ৰিজগতে লঙ্কার রাবণ, পায় নাই যশ: কৰ্ভু, পাইবে না আর । সে-ও, প্রিয়ে, চাহে নাই যশঃ কভু জগতের মুখে । আপন কৰ্ত্তব্য সদা লোকহিত-তরে সাধিয়াছে নৈকষেয় ;—ঘথেষ্ট তাহার। তুমি ত সকলি জান, রাণি মন্দোদরি। সহস্রসেবী সে যশ: ; শঠের ঔরসে জন্ম তা’র, নীচতার জঘন্য উদরে ; কপট বিজ্ঞতা, নিজ হাতে পালে তা’রে তিক্ত চাটুতার কদাহারে । তা'রে কড় সেবে নাই নৈকষেয় । কিন্তু দেখ গণি,--