বিষয়বস্তুতে চলুন

পাতা:রাঘব-বিজয় কাব্য.djvu/২৮১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ミやケ রাঘব-বিজয় কাব্য। পাইতাম ফিরি, বহিত জীবনস্রোতঃ স্বতন্ত্র আকারে । কিন্তু বৃথা এ বিলাপ |” এত কহি নীরবিলা মন্দোদরী-প্রিয়। মহিষীর উষাসিক্ত-রক্তোৎপল-সম গণ্ডস্থল, নিরখি আবেগে, বাহিরিলা বীরশ্রেষ্ঠ জড়িত-হৃদয়ে, লক্ষাহীন । লক্ষ্যহীন, আপন ভুলিয়া রহিলেন পতিপ্রাণ, মৃতপ্রায় যেন। জাগি পুন:, হেরিলেন দীর্ঘনেত্রে জীবনবল্লভে ; সাধিলেন জোড়করে মহেশে উদ্দেশি– “যথা ইচ্ছা লও তারে, হে কপদ্ধি শূলি -- কিন্তু জীবিতে এ দাসী, কণ্টক কখনো বিধিযে না তা'র পদে ; জানি সে নিশ্চয় । ভূলিয়াছি পুত্ৰশোক ও মুখ নিরখি ; তব ইচ্ছা, ব্যোমকেশ, যাহা ইচ্ছা কর । পারিত যদ্যপি দাসী নিবারিতে তারে, এইমাত্র নিবারিত ; রাখিত তুলিয়া । আপন হৃদয়মাঝে চিরদিন-তরে । কিন্তু কি যে রণতৃষা, কি যে রণোন্মাদ– শুনিলে দুদুভিরব, অনিবার্য বেগ