পাতা:রাঘব-বিজয় কাব্য.djvu/৩২৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

চতুর্দশ সগ। ·ථ`A করিছ কিহেতু নাথ, কহ তা’ আমারে। তুমি বীরেশ্বর, কহ নাথ, এ কি বীরধৰ্ম্ম ? নারীবধ তব সম বীরে সাজে কি কখন, বীর, দেখ বিচারিয়া । হায়, সহিয়াছি সব দুঃখ ; ভগ্নশাখ-তরুসম ছিনু দাড়াইয়া এতদিন ; আজি নিপাতিত সত্য হইনু এক্ষণে । গেল এ বিশাল কুল চিরদিন-তরে। লুপ্ত প্রেতকার্য্য আজি, অস্ত্যকাৰ্য্য লুপ্ত এতদিনে । দানব-নন্দিনী, ইন্দ্রজিৎ-মাত, রাবণ-মহিষী বলি, কত গরবিণী ছিনু আমি ত্ৰিজগতে । হা শঙ্কর, এই কি সে পরিণাম তার ? অবশেষে এই কি করিলে ? কিন্তু বৃথা দোষি তোমা ; তুমি পিতঃ, উদাসীন সদা ; স্বায়কৰ্ম্মফলে ভূঞ্জে সুখদুঃখ দেহী এ মরভূবনে । কি আর কহিব তোমা ? হায়, কতমতে বুঝাইনু দীনভাবে পরিণামকথা ; কতবার কাদিলাম পদপ্রান্তে পড়ি । কিন্তু প্ৰাণেশ্বর, কি-যে ভ্রান্ত উপজিল