পাতা:রাজমোহনের স্ত্রী.djvu/৮১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দ্বাদশ পরিচ্ছেদ বন্ধসমাজে আগন্তুক - সদ্য বারিধারায় স্নাত প্রভাত মনোহর প্রাণচঞ্চল নবীনতায় ঝলমল করিয়া উঠিল। ভাসমান মেঘপুঞ্জকে পশ্চাতে ফেলিয়া তরুণ তপন ক্রমশ উৰ্দ্ধগামী হইতে লাগিলেন ; নীলোজঙ্গল অনস্থ আকাশ-প্রাস্তরে গতিশীল সূৰ্য্য ; গৃহচড় এবং বৃক্ষচুড়া-নারিকেল ও পর্জর শাপ, আম ও বাবল গাছগুলি যেন অপরূপ আলোক-বন্যায় স্নান করিয়া হাসিতে লাগিল । বৃক্ষ-লতার পাতায় পাতায় পতনোন্মথ জলবিন্দু প্রভাতসূর্য্যের তিব্যক রশ্মিস্পর্শে লক্ষ লক্ষ মুক্তাবিন্দুর মত শোভা পাইতে লাগিল । বৃক্ষকুঞ্জের ঘনসন্নিবিষ্ট শাখার অবকাশপথ দিয়া মুক্ত রশ্মি নিম্নের আদ্র তৃণভূমির উপর ঘন দৃষ্টি নিক্ষেপ করিল । সদ্যোজাগ্রত ও আনন্দিত পক্ষীকুল তাহাদের সহস্র কণ্ঠের কোলাহলে বনভূমি মুখর করিয়া তুলিল ; শুধু BBBBS BBBS BBBB BB BBBBB BBBB BBBB BBB আসিতে লাগিল। লঘু পেজ তুলার মত সাদা মেঘ আকাশের সঙ্গ o si পরিশুদ্ধ নীলে নিঃসঙ্গভাবে বিচরণ করিতেছিল ; দোদুল্যমান ব্যাকুল শাপগ্রবর্তী জলবিন্দু ঝরাইবার জন্যই যেন একটা মুক্ত বাতাস সহসা উত্থিত হইয়। আকাশের নিঃসঙ্গ মেঘমালাকে দোলাইতে লাগিল । পাঠক, আমাদিগকে অনুসরণ করিয়া গত রাত্রে মাতঙ্গিনী যে পুকুরের পাড়ে ক্ষণিকের জন্য বিপন্ন হষ্টয়া আবার বিপদমুক্ত হইয়াছিল, সেইখানে আসুন । স্থৰ্য্যদেব আকাশমার্গে এক প্রহরের পথ অতিক্রম করিয়াছেন । একটি অনতিপ্রাচীন তেঁতুলগাছের নীচে লতাগুন্মের আচ্ছাদনে মাতঙ্গিনী ভিজা ঘাসের উপর বসিয়া ছিল । তাহার বস্ত্র সিক্ত, কর্দমাক্ত, বৃষ্টিবিধৌত কুঞ্চিত কেশদাম আলুলায়িত হইয়া গুচ্ছে গুচ্ছে তাহার স্কন্ধদেশ ও বাহু দুইটি ছাইয়া ফেলিয়াছে । সে মস্তক ঈষৎ আনত করিয়া ঘল