বিষয়বস্তুতে চলুন

পাতা:রামমোহন রায়-কেশবচন্দ্র চৌধুরী.djvu/৯২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পরিশিষ্ট । trరి চলিয়া যায়, তাহার অসম্পূর্ণ কাৰ্য্যও তাহার সঙ্গে সঙ্গে চলিয়া যায় ; যদি বা বিশৃঙ্খল ভগ্নাবশেষ ধূলির উপরে পড়িয়া থাকে, তবে তাহার ভিত্তি কোথাও খুজিয়া পাওয়া যায় না। রামcभांश्न ब्रांञ्च श्रां★नांप्रु छूणिब्रां निन्छद्र महउँौ हेछशहरु दत्रসমাজের মধ্যে রোপণ করিয়াছিলেন, এইজন্য তিনি না থাকিলেও আজ র্তাহার সেই ইচ্ছা সজীবভাবে প্রতিদিন ৰজসমাজের চারিদিকে অবিশ্রাম কাজ করিতেছে। সমস্ত বঙ্গবাণী তাহার স্মৃতি হৃদয়পট হইতে মুছিয়া ফেলিতে পারে, কিন্তু তাহার সেই অমর ইচ্ছার বংশ বঙ্গসমাজ হইতে বিলুপ্ত করিতে পারে না । রামমোহন রায়ের আত্মধারণাশক্তি কিরূপ অসাধারণ ছিল, তাহা কল্পনা করিয়া দেখুন। অতি বাল্যকালে যখন তিনি হৃদয়ের পিপাসায় ভারতবর্ষের চতুর্দিকে আকুল হইয়া ভ্রমণ করিতেছিলেন, তখন তাহার অন্তরে-বাহিরে কি সুগভীর অন্ধকার বিরাজ করিতেছিল । যখন এই মহানিশীখিনীকে মুহূর্তে দগ্ধ করিয়া ফেলিয় তাহার হৃদয়ে প্রখর আলোক দীপ্ত হইয়া উঠিল, তখন তাহাতে র্তাহাকে বিপৰ্য্যস্ত করিতে পারে নাই। সে তেজ, সে আলোক তিনি হৃদয়ে যায়ণ করিতে পারিলেন। যুগযুগান্তরের সঞ্চিত অন্ধকারময় অঙ্গারের খনিতে যদি বিদ্যুৎশিখা প্রবেশ করে, তবে সে কি কাণ্ডই উপস্থিত্ত হয়, ভূগর্ড শতধ বিদীর্ণ হইয়া যায়। তেমনি সহস জ্ঞানের