পাতা:রামেন্দ্রসুন্দর রচনাসমগ্র দ্বিতীয় খণ্ড.djvu/৭৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ჯpხr রামেন্দ্রসুন্দর রচনাসমগ্র হলে তাহার। সারি দিয়া বসিলেন ; হলের মাঝখানে উচ্চাসনে বাইবেল রক্ষিত হইল—রত্নখচিত purple robe পরিয়া স্বয়ং কাইসার সিংহাসনে বসিলেন ;– আজি তিনি রোমের রাষ্ট্রগোপঃ •ίτχrfû:—pontifex maximus. Se p?Cei; ভোট লইয়া তিনি খ্ৰীষ্টের ঈশ্বরত্ব মঞ্জুর করিবেন। এক দিকে Ariusএর দল ; ইহার খ্ৰীষ্টকে ষোল আনা ঈশ্বর বলিতে নারাজ ; অন্য দিকে Athanasiusএর দল ; ইহাদের মতে খ্ৰীষ্ট ষোল আনা ঈশ্বর । আথানেসিয়সের জয় হইল । উপস্থিত যাজকগণের কোলাহলে এরায়সের দলের ক্ষীণ স্বর ডুবিয়া গেল। রাষ্টগোপ পুরোহিত রাষ্ট্রের কল্যাণের জন্য তাহা অনুমোদন করিলেন। খ্ৰীষ্টের পূর্ণ ঈশ্বরত্ব প্রতিষ্ঠিত হইল। কাইসারের আদেশ রোমসাম্রাজ্যে প্রচারিত হইল—রোমের কাইসার মানিয়া লইয়াছেন, খ্ৰীষ্ট পরিপূর্ণ ঈশ্বর ; ষে রোমান ইহা মানিবে না, সে রাষ্ট্রের শত্রু। এরায়সের রচিত পুথিপত্র চাড়ালের হাত দিয়া পোড়ান হইল ; র্তাহার দলের ষে দুই জন বিশপ স্বীকারপত্রে সহি দেন নাই, তাহারা নির্বাসিত হইলেন । তদবধি আজি পৰ্য্যস্ত জন কয়েক ইউনিটরিয়ান ছাড়া সমস্ত খ্ৰীষ্টান খ্ৰীষ্টকে পরিপূর্ণ ঈশ্বর বলিয়৷ মানিয়া আসিতেছেন। যে ইহাতে সংশয় করে, যে খ্ৰীষ্টান নহে । নাইসিয়া নগরে প্রচারিত খ্ৰীষ্টীয় সমাজের এই স্বীকারোক্তির নাম Nicene Creed ; সমস্ত খ্ৰীষ্টীয় সমাজ ইহা মানিয়া থাকেন। আপনারা জানেন, ইংরেজেরা রোমের বিশপের এলাকার বাহিরে ; ইহারা পোপের অধীনত কাটিয়া প্রোটেষ্টাণ্ট হইয়াছিলেন । রাণী এলিজাবেথের আমলে Church of Englandএর ধৰ্ম্ম সম্পর্কে মতামত বাধা যায়। ৩৯টি ধারায় তাহ বিধিবদ্ধ। উহাই ইংরেজের চার্চের বিখ্যাত Thirtynine Articles । বিশপেরা এই ধারাগুলি সঙ্কলন করেন ; এবং রাণী এলিজাবেথ পার্লেমেণ্টে মঞ্জুর হইলে উহা অনুমোদন করেন। মনে রাখিবেন, ইংরেজদের রাজাও ইংরেজের দেশে রাষ্ট্রগোপ পুরোহিত—Defender of the Faith ; তবে ইংরেজদের রাজা প্রজাপ্রতিনিধিদের সম্মতি না লইয়া কিছু করিতে পারেন না। তাই এই ধারাগুলি পার্লেমেণ্টে মঞ্জুর করাইয়। লওয়া দরকার হইয়াছিল। পালেমেণ্টে ভোটের দ্বারা জনকেশ্বরের সহিত তনয়েশ্বরের সম্পর্ক নিৰ্দ্ধারিত হইয়া গিয়াছে, এবং আজি পৰ্য্যস্ত সেই সম্পর্ক বাহাল আছে। Nicene Creed of; officeton—We believe in one God, the Father almighty, maker of all things visible and invisible, and in one Lord, Jesus Christ, the word of God, God from God, Light from Light, Life from Life, true God from true God, the only begotten Son, begotten not made, of the same essence with the Father, the firstborn of every creature, begotten of God the Father before all ages through whom also all things were made, who for our salvation took flesh and lived amongst men, and suffered, and rose again on the third day, and ascended unto