পাতা:রামেন্দ্রসুন্দর রচনাসমগ্র প্রথম খণ্ড.djvu/১৩৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

3.96 রামেন্দ্রমুনার রচনাসমগ্র গাথা পডিয়া গিয়াছে। সম্প্রতি বিজ্ঞানের ভাষ৷ হইতে উহাদের নির্বাসন দুরূহ হইয়াছে। অথচ সেই সকল শব্দ এতই ভ্রমপূর্ণ ভাব আনিয়া ফেলে যে, নূতন শিক্ষার্থীর বিষম অনুবিধা হয়। এখন শিক্ষার্থীর জন্য র্যাহারা গ্রন্থ লেখেন, র্তাহাদিগকে সেই শব্দগুলিকে লইয়া কিছু বিব্রত হইয়া পডিতে হয়। স্বতন্ত্র টিপ্পনী করিয়া বুঝাইতে হয় যে, এই এই শব্দে যেন এই এই অর্থ বুঝিও না। বাঙ্গালায় সেই সেই ইংরেজী শব্দের ঠিক শব্দগত অনুবাদ করিলে আমাদেরও সেই বিপদের সম্ভাবনা । নুতন অনুবাদের সময় এইদিকে আমাদের বিশেষ দৃষ্টি রাখা আবশ্বক হইবে। দুঃখের বিষয়, ইহার মধ্যেই এইরূপ অনেকগুলি শব্দ বাঙ্গাল বিজ্ঞান-গ্রন্থে স্থান পাইয়াছে। অনুবাদকগণ এই বিপদের প্রতি বিশেষ লক্ষ্য রাখেন নাই। নিয়ে এ বিষয়ের কয়েকটি দৃষ্টান্ত দিতেছি। ইংরেজী Oxygen “so যৌগিক অর্থ অমোৎপাদক । উহার বাঙ্গালায় অম্লজান শব্দ গৃহীত হইয়াছে। Oxygen শব্দেব যখন স্থষ্টি হয়, তখন পণ্ডিতদিগের ধারণ ছিল, অম্ল পদার্থ মাত্রেই ঐ বায়ু বর্তমান থাকে, অর্থাৎ ঐ বায়ুর বিদ্যমানতাই পদার্থের অম্লতার কারণ। কিন্তু পরে জানা গিয়াছে, এমন অনেক তীব্র অম্ল পদার্থ বিদ্যমান আছে, যাহাতে Oxygen একেবারেই নাই , এমন কি, অম্লতার কারণ Oxygen নহে, অম্লতাব কারণ Hydrogen । এই কারণে এক্ষণে Oxygen শব্দকে যৌগিক শব্দরূপে গ্রহণ না করিয়া রূঢ় শবারূপে গ্রহণ করিতে হয়। পঙ্কজ যেমন পঙ্কজাত পদার্থ মাত্রকে না বুঝাইয়া কেবল পদ্মকেই বুঝায়, সেইরূপ Oxygen অন্নজনক পদার্থ না বুঝাইয়া এমন কোন পদার্থকে বুঝায়, যাহার সহিত অম্লতার কোন সম্পর্ক না থাকিতেও পারে। Oxygenএর বাঙ্গালায় অম্লজান শব্দ বজায় রাখিলে এখন যে বিশেষ ক্ষতি আছে, তাহ নহে। বরং উহা যখন চলিয়া গিয়াছে, তখন আর উহাকে ত্যাগ না করাই ভাল। তবে প্রথম অল্পবাদের সময়ে এই আপত্তিটুকুর উপব দৃষ্টি রাখিলে ভাল হইত। ইংরেজী পদার্থবিদ্যায় এমন আরও কতকগুলি শব্দ প্রচলিত হইয়াছে, যাহা আধুনিক বৈজ্ঞানিকগণ বিষচোখে দেখেন। এই শব্দগুলির অস্তিত্বে র্তাহাদের গাত্রদাহ উপস্থিত হয়। এগুলি ভাষা হইতে কোনরূপে উঠাইয়া দিতে পারিলে র্তাহাদের যেন শাস্তিলাভ হয়। দৃষ্টান্তস্থলে specific heat, latent heat, centifugal force প্রভৃতি শব্দের উল্লেখ করা যাইতে পাবে। দুর্ভাগ্যক্রমে বাঙ্গালার বৈজ্ঞানিক গ্রন্থকাবগণ উহাদের স্থলে আপেক্ষিক তাপ, গৃঢ় তাপ, কেন্দ্রাপসরণ বল অথবা কেন্দ্রবিমুখ-বল প্রভৃতি শব্দ চালাইয়াছেন। আমার বিবেচনায় উহাদেব প্রতি নিৰ্ব্বাসনদও প্রয়োগের সময় এখনও অতীত হয় aio l tors heat s temperature to off; or fê5 fs= wif প্রযুক্ত হয়। প্রচলিত ভাষায় অর্থভেদের এই নির্দেশ না থাকায় শিক্ষার্থীরা সহজে উভয়ের পার্থক্য ধরিতে পারে না। বাঙ্গালায় heat অর্থে তাপ ও temperature অর্থে উষ্ণতা প্রচলিত হইয়াছে। Heat মাপিবার যন্ত্রের strast na calorimeter ; temperature মাপিবার যন্ত্রের নাম thermo