পাতা:রামেন্দ্রসুন্দর রচনাসমগ্র প্রথম খণ্ড.djvu/১৫৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শৰাকথা : বাঙ্গালার প্রথম রসায়ন-গ্ৰন্থ X& ot নামকরণকালে উহাদের ইংরেজী নামের পরিবর্তে লাটিন নাম ব্যবহারে স্ববিধ TX i CTATI-auruc acid, argentuc nitrate, ferrous sulphate ইত্যাদি । - ২। রসায়ন-বিজ্ঞানের প্রতিষ্ঠার পর যে-সকল মূল পদার্থ নূতন আবিষ্কৃত হইয়াছে, কতিপয় স্থলে তাহদের কোন-না-কোন একটি গুণ অবলম্বন করিয়া নামকরণ হইয়াছে। Ústoo-Oxygen, Chlorine, Iodine, Phosphorus, Potassium, Calcium. ৩। তদ্ভিন্ন অপরত্র কোন একটা কল্পিত ব্যাপার অনুসারে খেয়ালের উপর Af- siafìTE ζάπτε Ι υτΓζά-—Tellurium, Cobalt, Gallium, Germanium off বাঙ্গালায় নামকরণ ব্যাপারে নিম্নলিখিত কয়েকটি সূত্র অনুসারে চল যাইতে পারে । o ১ । পরিচিত পদার্থের মধ্যে যাহাদের নাম ভাষায় বহুকাল হইতে প্রচলিত আছে, সেই সেই নাম বজায় রাখা যাইবে । যেমন—স্বণ, রৌপ্য, লৌহ, গন্ধক, পারদ ইত্যাদি । ২ । যে কয়টি নূতন নাম বাঙ্গাল ভাষায় কিছু পূর্ব হইতে গৃহীত হইয়াছে, তাহা যথাসাধ্য বজায় রাখিবার চেষ্ট করা যাইবে । অম্লজান, যবক্ষারজান প্রভৃতি শব বাঙ্গালায় ইতঃপূৰ্ব্বে গৃহীত ও প্রচলিত হইয়াছে। বিশেষ আপত্তি না থাকিলে উহাদিগকে রক্ষা করা যাইবে । ৩ । তদ্ভিন্ন সর্বত্র কেবল ইংরেজী শব্দ অক্ষরাস্তরিত করা যাইবে । তবে উচ্চারণের সুবিধার জন্য কাটিয়া ছাটিয়া শব্দগুলিকে মোলায়েম করিয়া লণ্ডয়ী হইবে। শব্দগুলি শ্রুতিস্থখ হওয়া দরকার , বাঙ্গাল ভাষার ধাতুর সহিত না মিশিলে কোন শব্দ গ্রাহ হইবে না। - আবার বলিতেছি যে, পারিভাষিক নামের অধিকাংশষ্ট খেয়ালের উপর আবিষ্কৃত, স্বতরাং তাহাদের কোন সার্থকতা নাই। কাণ পুত্রের পদ্মলোচন নামের যেমন সার্থকতা নাই, সেইরূপ অধিকাংশ মূল পদার্থের নামেরও কোনরূপ সার্থকতা লক্ষিত হইবে না। আমাদের দেশে এ পর্য্যস্ত পরিভাষা সঙ্কলনের যে কিঞ্চিৎ চেষ্ট হইয়াছে, তাহাতে নামের সার্থকতা রক্ষার জন্য একটা উৎকট প্রয়াস দেখা যায়। কিন্তু এই কার্য্যের জন্য এতটা পরিশ্রমের কোন দরকার ছিল না। পারিভাষিক নামের সার্থকতা থাকিবার কোন প্রয়োজন নাই, এই কথাটি সৰ্ব্বদা মনে রাখা আবশুক । বাঙ্গালার প্রথম রসায়ন-গ্ৰন্থ কিছু দিন হইল, ঐযুক্ত রবীন্দ্রনাথ ঠাকুর মহাশয় তত্ত্ববোধিনী সভার পুস্তকালয় হইত্ত্বে একখানি রসায়ন-গ্ৰন্থ আমাকে দেখিতে দিয়াছিলেন। গ্রন্থখানির সহিত বাঙ্গালার bदखांनिक-नाश्रिडाग्न नरक चांदइ cमथिब्री फेशंद्र किकेि९ विवृझ* लिबिरु कब्रिध्नी