পাতা:রেখা-দীনেশচন্দ্র সেন.djvu/৫৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

রেখা । Sసి কেতকী-চম্পকশালী উন্মাদকারী বেল যুথি-জাতি-গন্ধ-পুষ্পধারিণী ধরিত্রী আরও স্বমনোহর হইল । প্রকৃতির রন্ধে রন্ধে, পুষ্পেীদগম হইল, রসোদগম হইল। এই পৃথিবীর পশ্চাতে যে বংশীধরের যাদু-ধ্বনিতে সুকুহুম স্নিগ্ধ-লাবণ্য ধরিত্রীসুন্দরী শিহরিত, কবি সেই নীল জামুত-সুন্দর প্রভূর কর-ধূত বংশীরব শুনিতে পাইলেন । তথন কবি একবার গাইলেন ;– “মুরলী করাও উপদেশ, যে রন্ধে, যে ধ্বনি উঠে জানহ বিশেষ । কোন রন্ধে, বাজে বাশ অতি অনুপাম, কোন রন্ধে, রাধা বলি ডাকে আমার নাম । কোন রন্ধে, বাজে বশি সুললিত ধ্বনি, কোন রন্ধে, কেক-শব্দে ডাকে ময়ূরিণী । কোন রন্ধে, রসালে ফুটয় পারিজাত, কোন রন্ধে, কদম্ব ফুটেছে প্রাণনাথ । কোন রন্ধে ষড়ঋতু হয় এককালে, কোন রন্ধে নিধুবন হয় ফুল-ফলে । কোন রন্ধে, কোকিল পঞ্চম স্বরে গায়, একে একে শিখাইয়া দেহ শু্যামরায় । জ্ঞানদাস কহে হাসি হাসি, “রাধা মোর’ বলিতেছে বঁাশী।” সুশ্যাম তৃণপুষ্প-সমাচ্ছন্ন চিরহান্তময়ী প্রকৃতির উজ্জ্বল চিত্রপট, নীল গীরদের যে বর্ণ, তাহাই শ্রেষ্ঠ বর্ণ। প্রকৃতির অঙ্গে নীল নারদের বর্ণ, নীলাম্ব-তরঙ্গে নীল নীরদের বর্ণ, আকাশের অঙ্গে নীল নীরদের বর্ণ। অন্ত বর্ণ—রক্ত, পীত, হরিত—সেই নীলবর্ণের &