পাতা:রোগশয্যায়-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।


সূচীপত্র
উৎসর্গ বিশ্বের আরোগ্যলক্ষ্মী জীবনের অন্তঃপুরে যাঁর
সুরলোকে নৃত্যের উৎসবে
অনিঃশেষ প্রাণ
একা ব’সে আছি হেথায়
অজস্র দিনের আলো
এই মহাবিশ্বতলে
অগো আমার ভোরের চড়ুই পাখি
গহন রজনীমাঝে
মনে হয় হেমন্তের দূর্ভাষার কুজ্ঝটিকা পানে
হে প্রাচীন তমস্বিনী,
১০ আমার দিনের শেষ ছায়াটুকু
১১ জগতের মাঝখানে যুগে যুগে হইতেছে জমা
১২ সকাল বেলায় উঠেই দেখি চেয়ে
১৩ দীর্ঘ দুঃখরাত্রি যদি
১৪ নদীর একটা কোণে শুষ্ক মরা ডাল
১৫ অসুস্থ শরীরখানা
১৬ অবসন্ন আলোকের
১৭ কখন ঘুমিয়েছিনু
১৮ সংসারের নানাক্ষেত্রে নানাকর্মে বিক্ষিপ্ত চেতনা
১৯ সজীব খেলনা যদি
২০ রোগদুঃখ রজনীর নীরন্ধ্র আঁধারে
২১ সকালে জাগিয়া উঠি’
২২ মধ্যদিনে আধোঘুমে আধো জাগরণে