পাতা:লালন শাহ ও লালন গীতিকা.djvu/১০২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

লালন শাহ্ ও লালহ-গীতিকা যোগেশ্বরীর সঙ্গে যোগ করে, মহাময়ী যোগ সেই জাস্তে পারে ; তিন দিনের তিন মর্ম জেনে একদিন তা সেধে নেয় ।” fবন জলে হয় চরণামৃত, যা ছুইলে যায় জরা-স্বত, অধীন লালন বলে, চেতন-গুরুর সঙ্গ নিলে দেখিয়ে দেয় । &b. তারে দিব্য জ্ঞানে দেখ না, মন-রায় । করার খালে বাধ বাধিলে রূপের মানুষ ঝলক দেয় । পূর্ব দিকে রত্ন বেদী ডালিমের পুপ-আদি তাতে সদায় রূপ আকৃতি মেঘে বিজলী চমকের ন্যায়” । অথাই ক্ষীরোদ মাঝে অখণ্ড শিকড় ভাসে রত্ন বেদী উধব পাশে সেথা কিশোর-কিশোরী রয় । ১. একদিনেতে সোধ নেয় (লা-গী ) ২. প্রায় ( বা-বা-বা-গা, পৃঃ ১১১ ) ; ৩, শিখর ( বা-ব-বা-গ। )।