পাতা:লালন শাহ ও লালন গীতিকা.djvu/১০৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

6.br লালন শাহু ও লালন-গীতিকা U o মুম ঝে কর ফকীরি মন রে । এবার গেলে আর হবে না পড়বি ঘোরতরে” । অগ্নি জৈছে ভষ্মে ঢাকা, সুধা তেমনি গরল মাখাই মৈথুন দন্তে যাবে দেখা বিভিন্ন করে । বিষামৃতে আছে মিলন জানতে হয় তার কিরূপ সাধন, দেখো, যেনে গরল ভক্ষণ কোরো না হারে । কবার করলে আসা-যাওয়া নিরূপণ কই রাখলে তাহাত লালন বলে, কে দেয় খেওয়া চিনলে না তারে । ১. তারে ; ২, অম্বত গরলে মাখ। (লা-গী, পৃঃ ৫৩) ; ফুটনোটে দেখা যায়, মূল পুথিতে সুধা তেমনি গরল মাখাই ছিল । ‘মুধ তৈছে গরল মাখা’ ( বা-বা-বা-গা, পৃঃ ১১৫ ) ৩. “নিরূপণ কি রাখলে তাহী” ( বী-বী-বী-গ, পৃঃ ১১৫) “নিরূপণ কি রাখলে তাহা” ( লা-গী ) ।