পাতা:লালন শাহ ও লালন গীতিকা.djvu/১২১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

লালন শাস্তু ও লালন-গীতিকা .ፃ¢ ማዊ আজ করছে রে সাই ব্রহ্মাণ্ডের উপর সে রূপ লীলে । নরাকারে ভেসেছিল যেরূপ হালে । নরাকারের গন্ত ভারী আমি কি তাই বুঝতে পারি কিঞ্চিৎ প্রমাণ তারি শনি শুক্কুলে ।” অাবিৰ উজায়ে নীরে পড়েছে সে নলেকারে ডিম্ব রূপে হয় গো তারে স্বষ্টির স্থলে ॥ আপন তত্ত্বে আপনি কানা মিছে করি পড়াশোনা লালন বলে, যাবে জানা আপনারে চিনিলে । পাঠাভ্যর= “আবিশ্ব উজালিয়ে নীরে নিরাকারের গন্ত ভারি পড়িছে সে নরেকারে। আমি কি তাই জানতে পারি ডিম্বরূপে হয় গো তারো কিঞ্চিৎ প্রমাণ তারি স্বষ্টির ছলে । শুনি স্ব কুফলে। (লা-গী, পৃঃ ৪০ )