পাতা:লালন শাহ ও লালন গীতিকা.djvu/১২৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

লালন শাহ্ ও লালন-গীতিকা ፃፃ $ ԳՏ আছে মায়ের ওতে জগত পিতা ভেবে দেখ না । হেলা কর না বেলা মের না । কোরানে সাই ইশারা দেয় আলেফ যেমন লামে’ লুকায় আকারে সাকার ছাফা রয় সে ভেদ মুরশিদ ধরলে যায় জানা। নিষ্কামী নিবিকার হয়ে দাড়াও মায়ের শরণ লয়ে বর্তমানে দেখ চেয়ে আছে স্বরূপে রূপ নিশানা । কেমন পিতা কেমন মা সে চিরদিন সাগরে ভাসে লালন বলে, কর দিশে আছে ঘরের মধ্যে ঘরখানা ।। ৯ ১. একাডেমী সংগ্রহে প্রথম দুই চরণের পরে নিম্নলিখিত দু'টি চরণ ছিল যথা—“শরিয়তের বেনা জাতে জানে না তা শরিয়তে জানা যাবে মারেফতে যদি মনের বিকার যায় ।” অঙ্গ কোনো গ্রন্থে এটুকু উদ্ধৃত না হওয়ায় এবং বর্তমান গানের জন্যও অবাস্তর বিধায় এটুকু বাদ দেওয়া হ’ল । ‘লালন-গীতিকা’য় আলেক যেমন নামে লুকায় পাঠটি ভুল ।