পাতা:লালন শাহ ও লালন গীতিকা.djvu/১৩২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

brも লালন শাহ্ ও লালনগীতিক কান্ধে চড়ায়, কান্ধে চড়ি যে ভাব ধরায় সে ভাব ধরি, এমন বাসনা তারি বুঝি ছিল গে। পূর্বে। গোপালের সংগে যে ভাব বলিতে আকুল হই মা তা সব, লালন বলে, পাপ-পুণ্যির লাভ ভুল হয় গোপালকে সবে । ৯ o আর আমারে মারিস নে মা । বলি তোর চরণ ধরে, ননী চুরি আর করবে। না । ননীর জন্য আজ আমারে মারিস গো মা বেঁধে ধরে দয়া নাই মা তোর' অস্তরে আল্লেতে সব গেল জানা । পরে মারে পরের ছেলে, কেদে যেয়ে মাকে বলে, মা জননী নিঠুর হলে, কে বুঝে শিশুর বেদন । ১. তোমার (আদর্শ পুথি ), ২. তোমার (আদর্শ পুথি )