পাতা:লালন শাহ ও লালন গীতিকা.djvu/১৩৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

লালন শাহু ও লালন-গীতিক ఫినీ సెbr কার ভাবে এ ভাব বল রে কানাই । রাজ রাজ্য ছেড়ে বেহাল* দেখতে পাই । ভেবে তোর ভাব বুঝতে নারি আজ কিসের কাঙ্গাল আমার অটল বিহারী, ছিল অগরু চন্দন, যে অঙ্গের ভূষণ, সে অঙ্গ আজ কেন লুটিত ধূলায়। ব্ৰহ্মাণ্ড ভাবুক যারে ভাবিয়ে, আজ সে ভাবুক কার ভাব লয়ে, একি অসম্ভব ভাবনা, সম্ভব কোন জনা মরি মরি ভাবের বলিহারি যাই । অনুভাবে ভেবে কতই করি সার, শু্যাম-চাদের উত্তম কি চাদ আছে আর করে চাদে চাদ হরণ সেই বা কেমন, ভক্তি বিহীন লালন বসে ভাবে তাই । ১. বেহাগ’ ( লা-গী; পৃঃ ২০৯ ) দ্বিতীয় স্তবকটি লালন-গীতিকায় এ-ভাবে দেওয়া হ’রেছে— “ব্রহ্মাও ভাবুক যার ভাবিয়ে সে ভাবুক আজ, কাহার ভাব লয়ে একি অসম ভাব v ভাবনা সম ভাবে কোন জনা মরি মরি ভাবের বলিহারি যাই ।” ( লাগী, পৃঃ ২১০ ) একটি কথা এখানে বলা দরকার, রবীন্দ্র-সদনে সংরক্ষিত সাইজীর 'সেই আসল খাতার নকলখানি মুসলমানী কায়দা মুতাবিক ডান দিক দিয়ে লেখা শুরু হয়েছে এবং একটানাভাবে লেখা । তাই সাজাতে গিয়ে এই বিপত্তি ঘটেছে মনে হয় ।