পাতা:লালন শাহ ও লালন গীতিকা.djvu/১৪৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

লালন শাহু ও লালন-গীতিক సెషి মেঘের জল বই চাতক যেমন অন্য জল করে না ভক্ষণ তেমনি কৃষ্ণ-ভক্ত জন একান্ত কৈট মনে কৃষ্ণের লাগি স্বর্গের সুখ নাহি চায় সে মিশিতে না চায় শাযুর্জে ২ তার ভাবে বুঝায় স্পষ্ট কেবল সেই কৃষ্ণ মুখের সুখী । কৃষ্ণ-প্রেম যার মনে তার বিক্রম সেই তো জানে অধীন লালন বলে, আমার মুখ সর্বস্ব কারবার মন বিবাগী । ১০৬ এ গোকুলে স্যামের প্রেমে কেবা না মজেছে সখি । কারো কথা কেউ বলে না আমি একা হই কলংকী । অনেকেতে প্রেম করে এমন দশা ঘটে কারে, গঞ্জনা দেয় ঘরে-পরে শ্যামের পদে দিয়ে আঁখি । ১. গ্রহণ ; ২. শাবুজে (লা-গী, পৃঃ ৩১২ )