পাতা:লালন শাহ ও লালন গীতিকা.djvu/১৪৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

लालन भा१ ७ जाजन शैठिका ভাল-মল যতই করি তথায় প্রেম-দাস তোমারি লামাল বলে, মরি মরি হরির একি ঋণ স্বীকার । - ఏలిన রাধার গুণ কত নন্দলাল জানে না । কিঞ্চিৎ জানলে তে৷ লম্পট ভাব থাকত না করে সে পীরিত নাই তার সু-রীত কু-রীতি ছলনা। বলে যায় সত্য দেখি অন্য ভাবন।। তুলনীয় ঈশ্বর গুপ্তের একটি ব্যঙ্গ কবিতার নিয়েস্কৃত অংশট-কু— “তুমি মা কল্পতরু আমরা সব পোষা গোরু শিখিনি শিং বাকানো কেবল খাবো খোল বিচালি ঘাস ।” এখানে ’মা’=মহারাণী ভিক্টোরিয়া ও ‘আমরা’= নিরীহ ভারতবাসী । লালনের ছন্দের সংগে এর মিল লক্ষ্যযোগ্য ।