পাতা:লালন শাহ ও লালন গীতিকা.djvu/১৫০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১০8 লালন শাহ্ ও লালন-গীতিক ননী চোর বলে অমনি মারলে তারে নন্দ রাণী আরও নান। রূপ অপমানী হইলে । অন-আদির আদ্য সে গোবিদে তারে রাখাল বানায় নন্দে আরও রাখালগণ তার কান্ধে চড়িলে । হারালে চায় পেলে নেয় না ভব-জীবের ভ্রান্তি যায় না তাইতে লালন কয়, দৃষ্ট হয় ন৷ নর-লীলে । ۵۵ نخ রাধার তুলনা পাfরত সামান্ত কেউ যদি করে । মরে বা না মরে পাপী অবশ্য যায় ছারে খারে । কোন প্রেমে সে ব্রজপুরী বিভোর কিশোর-কিশোরী কে পাইবে গন্ধ তারি কিঞ্চিৎ ব্যক্ত গোপীর দ্বারে । ১ গন্ত. ( ভা-স, পৃঃ ১৪৬ )