পাতা:লালন শাহ ও লালন গীতিকা.djvu/১৬০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ఏసిటి লালন শাহ ও লালন-গীতিকা ১২২ মন রে সামান্তে কি তারে পায় । শুদ্ধ প্রেম-ভক্তির বশ দয়াময় । কৃষ্ণের আনন্দ পুরে কামী-লোভী যেতে নগরে শুদ্ধ ভক্তি ভক্তের দ্বারে সে চরণ-কমল নিকটে পায় । বাঞ্ছা থাকলে সিদ্ধি মুক্তি তারে বলে হেতু ভক্তি নিহেতু ভক্তের রীতি সবে মাত্র দীননাথের পায় । ব্রজের নিগুঢ় তত্ত্ব গোসাই রূপেরে সব জানালে ভাই, লালন বলে, মুরশিদ সাধলে সে মত রসিক মহাশয় । >R○ ধন্য ভাব গোপীর ভাব আ-মরি মরি! যাতে বাধা ব্রজের শ্রীহরি । ছিল কৃষ্ণের প্রতিজ্ঞ এমন, যে ভাবে যে করে ভজন তাইতে হয় তারি। সে প্রতিজ্ঞা আর, না রহিল তার করল গোপীর ভাবে মন চুরি ।