পাতা:লালন শাহ ও লালন গীতিকা.djvu/১৬৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

লালন শাহ ও লালন-গীতিকা ১১৭ ՏՀՆ আমি ঐ চরণে দাসের যোগ্য নয় । নইলে মোর দশা কি এমন হয় । ভাব জানি নে প্রেম জানি নে, কেবল দাসী হইতে চাই চরণে, এবার ভাব জেনে ভাব দিলে মনে সেই সে রাঙ্গা চরণ পায় । নিজ গুণে পদ বিন্দু দেন যদি সেই দীন-বন্ধু আমি তবে তরি ভব-সিন্ধু আর তো না দেখি উপায় । অহল্যা পাষাণী ছিল, গুরুর চরণ খুলে মানব হলো লালন পথে পড়ে র’ল এবার যা করেন সেই দয়াময় । ՏՀԳ যে পরশে পরশে পরশ, সে পরশ কেউ চিনলে না । সামান্ত পরশের গুণ লোহার কাছে গেল জানা ।