পাতা:লালন শাহ ও লালন গীতিকা.djvu/১৭৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

লালন শাহ ও লালন-গীতিকা S88 ধন্ত মায়ের নিমাই ছেলে । এমন তরুণ বয়সে* নিমাই, ঘর ছেড়ে ফকীরী নিলে । ধন্য রে ভারতী যিনি সোনার অঙ্গে দেয় কোপিনী শিখাইলে হরির ধবনি করেতে করঙ্গ নিলে । ধন্য পিতা বলি তারি ঠাকুর জগন্নাথ মিশ্রী যার ঘরে গৌরাঙ্গ-হরি মানুষ রূপে জন্মাইলে । ধন্য রে নদীয়াবাসী, হেরিল গৌরাঙ্গ-শশী যে বলে সে জীব-সন্ন্যাসী লালন কয়, সে ফেরে প’লে । S86 বল রে নিমাই, বল আমারে । রাধা বলে আজগুবী ২ আজ কঁ দলি কেন ঘুমের ঘোরে। ১. এমন বয়সে’ (লা-গী, পৃঃ ২১৭ ), ২. অ-জাগরে )