পাতা:লালন শাহ ও লালন গীতিকা.djvu/১৯১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

লালান শাস্তু ও লালন-গীতিক। যার চিস্তে জগত চিস্তে তার চিন্তে কার চিস্তে লালন বলে, হলে চিস্তে কে গো আছে সেই অচিন তা । ఏ6షి বল গো সজনী আমায় কেমন গো সে গৌরমণি । জগত জনার মন নামে করে পাগলিনী । এবার যদি দেখতাম তারে রাখতাম সে রূপ হৃদয় পুরে রোগ-শোক সব যেত দূরে শীতল হতো মহাপ্রাণী ।। মন-মোহিনীর মন-হরা দেখবি কোথা সেই যে গোরা আমায় লয়ে চল গো তোরা দেখে শীতল হই গো ধনি । নদেবাসীর ভাগ্যে ছিল গৌর হেরে মুক্তি পেল অবোধ লালন ফেরে প’ল, না পেয়ে সে চরণ খানি । ՏԾօ ও গেীরের প্রেম রাখিতে সামান্তে কি পারবি তোরা । কুল-শীল ইস্তফা দিয়ে হতে হবে জ্যাস্তে মরা । $3&