পাতা:লালন শাহ ও লালন গীতিকা.djvu/২১৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

লালন শাহু ও লালন-গীতিকা অনিত্য মুখের সব ঠাই তাই দিয়ে জীব ভূলাও গোসাই, চরণ দিতে কেন তাতে করছে। চাতুরী । ক্ষম অধীন দাসের অপরাধ, শীতল চরণ দেও হে দীন নাথ ললান বলে, ঘুরায়ো না হে মায়া করি । సిసిపి সাধুর চরণ ধূলি মোর লাগবে গায় । হয়ে আছি আশা-সিন্ধুর কুলে সদায় । চাতক যেমন মেঘের জল বিনে আছে অহনিশি মেঘ ধিয়ানে তৃষ্ণা নাই মৃত্যু গতি জীবনে সেই দশা আমার । ভজন সাধন আমাতে নাই কেবল মহৎ নামের দেই দোহাই নামের মহিমা জানাও গো সাই পাপীর হও উদয় । ১৭১