পাতা:লালন শাহ ও লালন গীতিকা.djvu/২১৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

লালন শাহ্ ও লালন-গীতিকা r* ՏԳԾ ఏషిని আর কি হবে এমন জনম বসব সাধুর মেলে । হেলায় হেলায় দিন বয়ে যায়, ঘিরে এল কালে । মানব কুলেতে আশায় কত দেব-দেবতা বঞ্চিত হয় এমন জনম দীন-দয়াময় দিয়েছে কোন কালে । কত কত লক্ষ যোনি ভ্রমণ করেছ তুমি মানব কুলে মন রে তুমি এসে কি করিলে । ভুল না রে মন-রসনা সমঝে কর বেচা-কেনা পালন বলে, কুল পাবা না এবার ঠকে গেলে । SAMSMS SLLLS S SMS MAAA SAAAAA SAAAAASAAAA ---- - - - - - ------ ---- *** ১. দিচ্ছে কোন ফলে’ (লা-গী, পৃঃ ২৮২-৮৩) 'বাংলার ‘বাউল ও বাউল গানে? এখানে একটু পাঠ-বৈচত্ৰ্য আছে— “মানব জন্মেরি আশায় কত দেব-দেবতা বঞ্চিত হয়, হেন জনম দিলে দয়াময়, দিবে কেন ফেলে ।” ( পৃঃ ১৯ )