পাতা:লালন শাহ ও লালন গীতিকা.djvu/২৩০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ՏԵՏ লালন শাস্তু ও লালনগীতিক। ঠিক পড়ে না প্রবৃত্তির ঘর সাধন সিদ্ধি হয় কি প্রকার, সিরাজ সঁাই কয়, লালন তোমার, নজর হয় না কিছুই কোলের ঘোরে। δ& ο (ξ ভাবের উদয় যেদিন হবে । সেদিন হৃদ-কমলে রূপ ঝলক দিবে। ভাব শুপ্ত হইলে হৃদয়, বেদ পড়িলে কি ফল হয়, ভাবের ভাবিক থাকলে সদায় গুপ্ত ব্যক্ত খবর সব জানা যাবে। শতদল সহস্র দলে৷ একরূপে সাই করে আলে। সেই রূপে সে নয়ন দিলে৷ মহা সমনে তার কি করিবে । অদৃশ্ব ভজন করা যেমন আঁধার ঘরে সপ ধরা, লালন কয়, সে ভাবুক যারা ভাবের বাতি জেলে সে চরণ পাবে।