পাতা:লালন শাহ ও লালন গীতিকা.djvu/২৩২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১৮৬ লালন শান্তু ও লালন-গীতিক নিরাকার জ্যোতির্ময় যে, অকার সাকার হইল সে যে জন দিব্যজ্ঞানী হয়, তবে জানা যায় হলো কলি যুগে সে মানুষ অবতার। বহু তর্কে দিন বয়ে যায়, বিশ্বাসে ধন নিকটে পায় সিরাজ সাই ডেকে বলে লালনকে কু তর্কের দোকান সে করে না আর । Հ օԵ՛ গুরুপদে নিষ্ঠ মন যার হবে । যাবে রে তার সকল অসার, অমূল্য ধন হাতে সেহি পাবে। গুরু যার হয় কাণ্ডারী, চালায় তার অচল তরী, ভব-তুফান বলে ভয় কি তারি, নেচে-গেয়ে সেই তো পারে যাবে।” ১. নেচে গেয়ে ভব পারে যাবে’ (লা-গী, পৃঃ ২০ )