পাতা:লালন শাহ ও লালন গীতিকা.djvu/২৪১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

লালন শাহ ও লালন-গীতিকা Sఉ& কোথায় বৃক্ষ হা রে, কোথায় তার ডাল তরংগে পড়ে ফুল ভাসছে চিরকাল, সে যে কখন এসে অলি মধু খায় সে ফুলি লালন বলে, চাইতে । লেগে যায় ভুল । ՀՏԵ' অনুরাগ নইলে কি সাধন হয় । সে তো শুধু মুখের কথা নয় । দেখ তার সাক্ষী চাতক রে, ও সে কৈট সাধনে যায় মরে, তবু অন্য বারি খায় না রে, ( থাকে ) শুধু মেঘের জল-আশায় । একট। বনের পশু হনুমান, রাম বিনে তার নাই ধিয়ান, সে ন কৈট মনে মুদলে নয়ন” অন্য রূপ না ফিরে চায় । দেখ রামদাস মুচির ভক্তিতে গঙ্গা এল চামড়ার কেটে18তে দেখে সাধলো কত মহতে লালন কুলে কুলে বয় । ১. মুদিলেও তার দুনিয়ন (ব-বা-বা-গা, পৃঃ ৫৩ ) ३० ‘গঙ্গা এলো চাম-কেঠোতে’ ( বা-বা-বা-গা, পৃঃ ৫৩ )