পাতা:লালন শাহ ও লালন গীতিকা.djvu/২৪৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

yStr লালন শাহ্ ও লালন-গীতিক। দেখারে কয় আটল প্রাপ্তি, কেবা হয় সাথের সাথী, ভজন কি সারা সেই অবধি কমুরের ১ কি শান্তি নাই । শিলা শালগ্রাম হওয়া, আচল বলে দোষায় তাহ। স্বর্গে থেকে সুখ পাওয়া সেই তো চিরস্থায়ী । কেহ যেয়ে স্বৰ্গবাসে পাপ হল ফের ভবে এসে লালন কয়, উপবাসী নামে । নিত্যই তার প্রমাণ পাই । ২২২ বেদে কি তার মর্ম জানে । যেরূপে সাই লীলা-খেলা আছে এই দেহ-ভুবনে ১. কস্তরের ২. ‘লালন কয় উর্বশী নামে নিগুণ তার প্রমাণ পাই’। (ār-, ః రిeరి )