পাতা:লালন শাহ ও লালন গীতিকা.djvu/২৫২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

লালন শাহু ও লালন-গীতিক ( কেউ ) নারী ছেড়ে জংগলেতে যায়, স্বপ্ন-দোষ কি হয় না রে সেথায়, আপন মনের বাঘে যারে খায় কে ঠেকায় রে ।* একবার বলি যাই কাশীতে আবার সাজি পেঁড়ো যেতে মন গেল রে দোটানেতে যাই বা কোথায় নানা রূপ শুনে শুনে ক্রমে শরি পেলাম সাধুর খাতায় বুঝিতে বুঝিতে বোঝা চাপলো মাথায় । SS MMMSSMSMAMAAA AAAA S AAAAAMMA MMAMS ১. পাঠান্তর— সঙ্গে আছে রিপু ষোলজন তারা সদাই করে জালাতন যথা যাবি তথা ঘটাবে রে । পাগল ( ও কেউ ) ভ্ৰমি পথে । পথ না খুজে পায় রে । সিরাজ স*াই কয়, লালন তোরও বুদ্ধি নাই রে । ( লা-গী, পৃঃ ৮, গান ৯ )