পাতা:লালন শাহ ও লালন গীতিকা.djvu/২৬৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ইইই লালন শাহু ও লালন-গীতিকা Հ8Տ মানুষ তত্ত্ব যার সত্য হয় মনে । সে কি অদ্য তত্ত্ব মানে । মাটির ঢিবি কাঠের ছবি ভূত ভবিষ্যত দেবী দেবী, ভোলে না সে এ সব রূপী মানুষ ভজে দিব্যজ্ঞানে । জোরই সোরই লোল1-ঝুলা পেঁচো পাচি এলো ভোলা, তাতে নয় সে ভোল নেওয়ালা, যে জন মানুষ-রতন চেনে । ফেউ ফেঁপী ফেক্স যারা ভাক ভুকোয় ভোলে তারা লালন তেমনি চট। মারা ঠিক দাড়ায় না একখানে । R8R মনের হ’লো মতি মন্দ । তাইতে রইলাম আমি জন্ম-অন্ধ । ভব-রঙে থাকি মজে,— ভাব দাড়ায় না হৃদয়-মাঝে ; গুরুর দয়া হবে কিসে— দেখে ভক্তি বিহীন পশুর ছন্দ।