পাতা:লালন শাহ ও লালন গীতিকা.djvu/২৭৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

লালন শাস্তু ও লালন-গীতিক ২২১ পেরে মদন-রসের গোলা, ভাঙ্গলি অনুরাগের তালা ম’লি তুই দুপুর বেলা চিনিতে মিশালি বালি । ক্ষেপ। ‘মদন চাদের’ আখড়া ধর্ম নিয়ে বাধাও ঝগড়া লালন কয়, ছেঁড়া নেকুড়া এক হাতে বাজে না তালি । R&o দেখলাম এ সংসারে ভোজবাজী প্রকার দেখতে দেখতে ওমনি কেবা কোথায় যায় । মিছে এ ঘর-বাড়ী মিছে ধন-কড়ি মিছে দোঁড়াদৌড়ি করি কার মায়ায় । ১. ক্ষেপ মদন চাদ ঃ কামকে বোঝানো হয়েছে । অবশ্ব মদন চাদ নামে একজন ক্ষ্যাপা বা বাউলের পরিচয় পাওয়া যায় ; লালন তার মতবাদ সম্পর্কে এখানে ইশারা করেছেন কি না বলা মুশকিল । শেষের ভণিতাতে এরূপ ইশারাও আছে— “লালন কয়, ছেঁড়া নেকড়া, এক হাতে বাজে না তালি।”