পাতা:লালন শাহ ও লালন গীতিকা.djvu/২৭৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ఫిలిపి লালন শাস্তু ও লালন-গীতিকা আর কি রে এই পাপীর ভাগ্যে দয়াল চাদের দয়া হবে, কতদিন এই হালে যাবে বহিতে পাপের তরণী । কার দোষ দিব এ ভুবনে হীণ হয়েছি ভজন-গুণে লালন বলে, কত দিনে পাব সাই’এর চরণ দুখানি । షె69 কারে দিবো দোষ, নাহি পরের দোষ । মনের দোষে আমি প’লাম রে ফেরে । আমার মন যদি বুঝিত, লোভের দেশ ছাড়িতো, লয়ে যেতো আমায় বিরজার পারে । মনের গুণে কেহ হ’ল মহাজন, ব্যাপার করে পেলো অমূল্য রতন, আমারে মজালি’ ওরে অবোধ মন, আমি পারের সম্বল কিছুই না গেলাম করে । ১. ডুবালি ( বা-বা-বা-গা, পৃঃ ২৩-২৪ )