পাতা:লালন শাহ ও লালন গীতিকা.djvu/২৮১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

লালন শাস্তু ও লালন-গীতিক। ३७¢ দিব না আচার কড়ি’ নাড়ার নাড়ী হও যেয়ে রে থাকবি ভাল সর্ব কলে৷ যাবে দূরে ৷ কুল-মান যেজন বাড়ায় গুরু সদয় হয় না তারে লালন বেড়ায়, কাতরে বেড়ায় কুল ঢেকে রে । Հ&Ն সে যারে বোঝায় সেই বোঝে। মৰূকর উল্লার মক্কর বোঝা সাধ্য কার আছে। ১. পাঠান্তর “দিসনে আঁটির কড়ি নাড়া নাড়ী হও যে রে তুই থাকবি ভালো পরকাল যাবে দূরে কুলের গৌরব যার হয় কুলমান তার বাড়ায় রে, গুরু সদয় হয় না তারে, লালন বেড়ায় কুল ঢেকে রে ।” ( ভাব-সঙ্গীত, পৃঃ ১৭e ) । ‘দিসনে আর আড়াই কড়ি’ (লা-গী, পৃঃ ১০ )