পাতা:লালন শাহ ও লালন গীতিকা.djvu/২৮৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

जाजन श्राङ्क ७ लालन-ोठिका একি রে তোর আজব লীলে আপন র্যাকে আপনি প’লে আরো মহা খুশী দরবীশ সিরাজ সাই কয়, লালন রে তোর জ্ঞান হ’লো নৈরাশী । ૨૭8 চিরকাল জল ছেঁচে জল ছাড়ে না- এ ভাঙ্গা নায় । এক মালা জল ছেঁচতে গেলে, তিন মালা যোগায় রে তলায় । ছুতোর বেটার করসাজিতে মানব-তরীর বাইন” সারা নয়", তরীর পাশে কাঠে সরল মাজেল কোঠে গড়েছে তলায়° । আগ নায়ে মাঝি একজন বসে ফুকুম বাজি খেলায়" আবার আমার দশা তলা ফঁাসা, জল হেঁচা সার গুদড়ি গলায় । ১. 'মানায় না’ ( একজন অভিজ্ঞ বাউল ); ২. তে-তলায় ( লা-গী, পৃঃ ২৯৬ ); ৩. জনম তরীর ছাইদ সারা নয়’( "আ-খা” ); ৪. "তরীর আশেপাশে কষ্ট সরল মেজেল কাঠ গড়ে চেতনায় ।” (লা-গী ) ; ৫. (ক) “আগায় মোর মন সদাক্ষণ বসে বস চোকোম খেলায়' ( আদর্শ খাতা ) (খ) “আগায় মোর মন সর্বক্ষণ বসে বসে চোকোম খেলায়’ (লা-গী )