পাতা:লালন শাহ ও লালন গীতিকা.djvu/২৯২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

লালন শাস্তু ও লালন-গীতিকা

  • - কৃষ্ণ পদে গোপী সুজন

করেছিল দাস্ত-সেবন লালন বলে, তাই কি রে মন পারবি ছেড়ে সুখ-বিলাসী ।

õዓ

মনের মনে হলো না এক দিনে । আমি আছি কোথায় যাবো, কার সনে । আমার বাড়ী আমারি ঘর বলা কেবল ঝকমারী সার পলকে সব হবে সংহার হবে কোন দিনে । পাকা দালান-কোঠা দিব মহা মুখে বাস করিব মনে ভাবলাম না যে কখন যাবো, যাবো শ্মশানে । কি করিতে কিবা করি, পাপে বোঝাই হইল তরী লালন কয়, তরঙ্গ ভারী দেখি সামনে । “কৃষ্ণ পদে ভক্তি সেবন, করেছিল গোপী সুজন, শিরাজ সাই কয় অবোধ লালন, পারবি ছেড়ে সুখ বিলাসী ।” (ভ-স, পৃঃ ১২৫)