পাতা:লালন শাহ ও লালন গীতিকা.djvu/৩০৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

২৫৮ লালন শাহ ও লালন-গীতিব । কুতপি যখন কফের জালায়, তাবিজ তাগা বাধবি গলায়, তাতে কি হবে ভালায় মস্তকের জল শুষ্ক পেলে । বায়ু চালা দেয় ঘড়ি ঘড়ি, ডুব পাড়িস কেন তাড়াতাড়ি প্রবল হয় কফের নাড়ী, যাতে হানি জীবন-মূলে । ক্ষান্ত দে রে বাপাই খেলা, শাস্ত হ-রে ও মন ভোলা, লালন কয়, আছে বেলা দেখলি না রে চক্ষু মেলে।” పి বাই চালা দেয় ঘড়ি ঘড়ি, ডুব পাড়গা তাড়াতাড়ি, তাইতে হল কফের নাড়ী, তাইতে হানা দেয় আমারে । ( ভা-স, পৃঃ ১৩১ ) ২. “লালন কয়, দেখ চক্ষু মেলে।” ( ভা-স, পৃঃ ১৩১)