পাতা:লালন শাহ ও লালন গীতিকা.djvu/৩১৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

লালন শাস্তু ও লালন-গীতিকা ३७१ জোলা ছিল কবীর দাস তার তোড়ানি বার মাস উঠছে উথলিয়ে । সেই তোড়ানি খায় সে ধনি সেই আসে দরশন পেয়ে” । জাইত না গেলে পাই নে হরি কি ছার জাইতের গৌরব করি ছুস নে বলিয়ে । লালন কয়, জাইত হাতে পেলে পোড়াতাম আগুন দিয়ে । Rసిపి খেয়েছি যে জাতে কচু না বুঝে । এখন তেঁতুল কোথায় পাই খুজে । কচু এমন মান গোসাই, তারে চিনলে না রে ভাই, আমি খেয়ে হলাম পাগল পারা আমার ‘চোবরি’ ঘরা চুলকোচ্ছে । ১. পাঠান্তর— “জোলা ছিল কবীর দাস তার তোড়ানি বার মাস উইচে উতলিয়ে সেই তোড়ানি খায় যে ধনি সেই আসে দরশন পেয়ে ॥” ( লা-গী, পুঃ ৩০৭ ) ২. চোবরি ঘরা ৪ চবির ঘর ঃ প্লৈয়িক ঝিল্লিকে বোঝানো হয়েছে