পাতা:লালন শাহ ও লালন গীতিকা.djvu/৩১৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

লালন শাস্তু ও লালন-গীতিক। RఅS জগত বেড়ে জাতের-কথা ঝগড়া করি যথা-তথা লালন বলে, জাতের ফাতা" বিকাইছি সাধ বাজারেই ৷ ఇన్ఫలి সবে বলে, লালন ফকীর হিন্দু কি যবন। লালন বলে, আমার আমি না জানি সন্ধান । একই ঘাটে আসা-যাওয়া, একই পাটনী দিচ্ছে খেওয়া, কেউ খায় না কার ছোওয়া, বিভিন্ন জল কে কোথায় পান । বেদ-পুরাণে করেছে জারী যবনের সাই, হিন্দুর হরি, লালন বলে, তাও বুঝতে নারি দুইরূপ স্বষ্টি করলেন কিরূপ প্রমাণ । বিবিদের নাই মুসলমানী, পৈতা নাই যার সেও বাওনী বোঝে। রে ভাই দিব্যজ্ঞানী, লালন তেমনি খাত নার জাত এক খান । ১. ফাতা ঃ অস্তিত্ব, ২. পাঠান্তর ঃ ভূমিকা দ্রষ্টব্য