পাতা:লালন শাহ ও লালন গীতিকা.djvu/৩২৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ՀերՉ লালন শাহ্ ও লালনগীতিক যদি একই খুদার হয় বর্ণনা তাতে তো ভিন্ন থাকে না মানুষের সকল রচনা তাইতে ভিন্ন হয় । এক এক দেশে এক এক বাণী পাঠান কি সাই গুণমনি মানুষের রচনা জানি লালন ফকীর কয় । Oo 6: আজব রঙ ফকীরী সাধা সোহাগিনী সাই । ও তার চুড়ি সাড়ী ফকীর ভেক কে বুঝিবে তাই । সর্বকেশী মুখে দাড়ি পরনে তার চুড়ি সাড়ী কোথা হইতে এলোশীড়ি জেনতে উচিত চাই । ফকীরী গোরোর মাঝার দেখ হে করিয়ে বিচার ও সে সাধা সোহাগী সবার আধ ঘর শুনতে পাই ।