পাতা:লালন শাহ ও লালন গীতিকা.djvu/৩৩২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

লালন শাস্তু ও লালন-গীতিক। পাইলে রে অরুণ-কিরণ কমলিনী প্রফুল্ল-বদন ওমনি গতি সে দলে আকর্ষণে চলে । সমর্থ আর সাম্বু রসের মান উভয় জানে সমানে সমান লালন ফকীর ফাকে ফেরে কঠিন দেখে-শুনে । (লা-গী, ১৯০ সংখ্যক গান, পৃঃ ১২৮ ) ○>)● ও সে ফুলের মৰ্ম জানতে হয় । যে ফুলে অটল বিহার বলতে লাগে বিষম ভয় । ফুলে মধু প্রফুল্লত ফলে তার অমৃত সুধা এমন ফুল দীন-দুনিয়ায় পয়দা জানিলে দুৰ্গতি যায়। চিরদিনে সেহি যে ফুল দীন-দুনিয়ার মকবুল যাতে পয়দা দীনের রসুল মালেক সাই যার পৌরুষ গায় ।