পাতা:লালন শাহ ও লালন গীতিকা.djvu/৩৩৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

লালন শাস্তু ও লালন-গীতিকা বনে আজ হারিয়ে তোরে গুহে যাবো কেমন করে কি বলব মা যশোদারে ভাবনা হ’ল তাই । মনের ভাব বুঝিতে নারি কি ভাবের ভাব তোমারি খেলতে খেলতে দেশান্তরি ভাব তো দেখতে পাই । আজ বুঝি গোচারণ-খেলা খেললি না রে নন্দলালা, লালন বলে, চরণ খেলা তলা পাই নে বুঝি ঠাই । ( লা-গী, ৩৪৭ সংখ্যক গান, পৃঃ ২৩৮ ) ᏬᎼ8 চলো দেখি মন কোন দেশে যাবি ৷ অবিশ্বাস হ’লে কোথায় কি পাবি । እ এ দেশ ভূত পেতো বলে সারে পেঁড়োও ফয়তা দিলে পেঁড়োর ভূত কোন দেশে গেলে মুক্তি পায় কিসে ভাবি ৷ ՀԵՏ