পাতা:লালন শাহ ও লালন গীতিকা.djvu/৩৪৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

২৯৮ লালন শাহু ও লালন-গীতিক। ৩২৪ মূলের ঠিক না পেলে সাধন কিসে হয় । কেউ বলে শ্ৰীকৃষ্ণ মূল কেউ বলে মূল ব্রহ্ম সে । ব্রহ্ম ঈশ্বর দুই তে৷ লেখা যায় সাধ্য যত উচ-নিচ কি তারো তে। করিতে হয় সেও দিশে । কোথা যাই কিবা করি বলে বেড়াই গোলে হরি লালন কয়, এক জেনতে নারি তাইতে বেড়ায় মন ভেসে । (লা-গী, ৪৩৮ সংখ্যক গান, পৃঃ ৩০২ ) ○ R& মেরে সাইয়ের আজব লীলে-খেলা তা কেউ বুঝতে পারে। কালায় শোনে অন্ধ দেখে এই ভাব-নগরে । স্তাংড়া সে নেচে বেড়ায় অন্ধজনায় সব দেখে রে । মরা করে তাজা আহার ধরে ধরে জল নাই দেখি সপ্ত ভাসে পদ্ম সেই পুকুরে । এ বড় রহস্ত কথা বলব কারে ।