পাতা:লালন শাহ ও লালন গীতিকা.djvu/৩৫২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ول)S) oا লালন শাহ্ ও লালন-গীতিক। 'උ'ට්G ওরে মানুষ মানুষ সবাই বলে । আছে কোন মানুষের বসত কোন দলে । অযোনি, সহজ, সংস্কার— তারে কি সন্ধানে সাধক একবার ? বড় গহীন মানুষ-লীলে ও রে মানুষ-লীলে । ভজন-সাধন নাহি জানি, কোথা পাই সহজ, কোথা অযোনি, বেড়াই গোলে হরিবোল ব’লে— ওরে, গোলে হরিবোল ব'লে। তিন মানুষের করণ বিচক্ষণ তারে জানলে হবে এক নিরূপণ অধীন লালন প'লো গোলমালে ও মন, গোলমালে । ( বা-বা-বা-গা, ৪৫ সংখ্যক গান, পৃঃ ৪৪) ৩৩৬ যে জন মানব-দরিয়ার কুলে যায় । অমূল্য অটল নিধি অনায়াসে পায় । অপরূপ সে নদীর পানি, জন্মে তাতে মুক্ত-মণি বলব কি তার গুণ-বাখানি সে জল পরশে পরশ হয় ।