পাতা:লালন শাহ ও লালন গীতিকা.djvu/৩৫৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Ծ օԵ লালন শাস্তু ও লালন-গীতিক আমার বাড়ী বিষয় আমার— সদায় ঐ রবে দিন গেল রে তোমার। বিষয়-বিষ খালি সে ধন হারালি, এখন কঁাদলে আর কি হবে তাই । নিকটে থাকিতে সেই ধন সদায় চঞ্চলাতে দেখলি না রে মন, ফকির লালন কয়, সে ধন কোথায় রয়, আখেরে খালি হাতে যেতে হবে ভাই ; ,ণ-বা-বা-গা, ৬৩ সংখ্যক গান, পৃঃ ৫৬ } ළුෆb” নাপাকে পাক হয় কেমনে । জন্ম-বীজ যার নাপাক কয় মৌলবীগণে । কিতাবে খবর জানা যায়, নাপাক জলে জান পয়দা হয়, ধুলে কি তা পাক করা যায় আসল নাপাক যেখানে । মানুষের বীজে হয় না ঘোড়া ঘোড়ার বীজে হয় না ভেড়া সে বীজ সেই গাছ মুলুক জোড়া, দেখিতে পাই নয়নে ।