পাতা:লালন শাহ ও লালন গীতিকা.djvu/৩৫৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

লালন শাস্তু ও লালন-গীতিকা ৩১১ Ծ8Տ সামাল সামাল সামাল তরী, ভব-নদীর তুফান ভারী । নিরীখ রেখে ঈশান কোণে চালাও তরী সযতনে গালি খালি মরবি প্রাণে জানা যাবে মাঝিগিরি। না জানি কি হয় কপালে, চণ্ডীপাঠ ডুবিল জলে বারে এহিবার বাচিলে আর হব না নার কাণ্ডারী। ব্যাপারের ভাব যায় না জানা, চিস্তা-জরে হ’লাম টোনা লালন বলে ঠিক পেলাম না, কোথা আল্লা কোথা নবী । ( ভা-স, পৃঃ ১৩২ ) @8文 আর আমায় রাধার কথা বল না । ঠেকে শিখলাম গো কালো রূপ আর হেরব না । যেমন ও কালা ওর মন কালা । তোর প্রেমের এই শিক্ষে, বেড়ায় ব্যঞ্জন চেখে, লজ গণে না ।