পাতা:লালন শাহ ও লালন গীতিকা.djvu/৩৭৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

○、ア লালন শাহ্ ও লালন-গীতিকা ও সে প্রেমের মালা গলে লয়ে ভাসে সে প্রেম-সাগরে ভাসে সে প্রেম-সাগরে ৷ ও তার নাই কোনো গুণ, সদায় গুনগুন অস্তরে বোঝে II ভবে যার হয়েছে নিষ্ঠা রতি তার নাইকে অন্য মতি সে থাকে সদায় গভীরে সে যে গুরু-রূপে রূপ মিশায়ে সদাই তাই বৃত্য করে । ভবে পাচুর* নাইকো অন্য আশা কেবল চরণ ভরসা, যাকে সে ভরসা কয়ে ও সাই লালন বলে, ধরবি যদি ডাক বদন ভরে । 'උණ්:ar ভব-পারে যাওয়া আমার হল না । শুভ যোগে দিলাম পাড়ি আমার অসভ্য ভাব গেল না । যখন আমি তরীর পরে যাই সেইখানেতে এক রমণী আমি দেখতে পাই এবার আর বঁাচা বাচি নাই তাই আমি শংকায় মরে যাই । গানটি লালন-শিশু পাচু শার। ভণিতায় তার নাম আছে