পাতা:লালন শাহ ও লালন গীতিকা.djvu/৫৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

লালন শাস্তু ও লালন-গীতিক వ তরীকতে দাখিল হলে সকল জানা যায় । কেন রে মন কোলের ঘোরে ঘুরছে ডাইনে-বায় । আওলে বিছমিল্লা বয়্য^ মূল বটে তার তিনটি অর্থ; আগমে বলছে সত্য, ডুবে জানতে হয় । আল্লা নবী খোদ বাখোদা, এই তিন কভু নয়কে জুদা; আদমকে করিলে সিজদা আলেকজনা পায় । যথায় আলেক মোকাম বাড়ী, সফিউল্লা তাহার সিড়ি লালন বলে, মন-বেড়ি লগাও তার পায় । ১০ না পড়িলে দায়েমী নামাজ সে কি রাজী হয় । কোথায় খোদা, কোথায় সিজদা করি সদায় । ১. ব্যক্ত (লা-গী, পৃঃ ১৯২) ২. ‘সালেক জনে (লা-গী) ১১