পাতা:লালন শাহ ও লালন গীতিকা.djvu/৬০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

লালন শাহ্ ও লালন-গীতিক আইনের অদেখা তরীক দায়েমীর বরজোখ নিরীখ সিরাজ সা"ই দরবীশের চরণ ভেবে কয় ফকীর লালন, দায়েমী নমজী যে-জন শমন তাহার আজ্ঞাকারী । ১S ধোড়ে। অজাজাল রেখেছে সিজদ বাকী কোনখানে। কর রে মন কর সিজদা সেই জায়গা চিনে । জগত জুড়ে দিল সিজদা ; তবু ঘটলে দুর-অবস্থা ; ইমান না হইলো পোস্তা ; থোড়াহ জমীনে । এমনি মাহাত্ম্য সে জায়গায়, সিজদা দিলে মক্‌বুল হয় । আজাজীলের বিশ্বাস নয়— লগন্নত সেই জন্যে । আজাজীলের সিজ দার উপর, সিজদা দিলে কি ফল তার । লালস বলে, সেহি বিচার ত্বরায় লও জেনে ।